বুধবার ২ এপ্রিল| ১৯ চৈত্র ১৪৩১

ইশরাককে মেয়র ঘোষণা করায় অভিনন্দন জানালেন মির্জা আব্বাস

আদালতের রায়ের মাধ্যমে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসভবনে ইশরাককে শুভেচ্ছা জানান তিনি।


বাধা যাই আসুক, ঐক্যে গড়ে তুলব নতুন বাংলাদেশ: অধ্যাপক ইউনূস

প্রতিকূলতা যতই আসুক, জাতি হিসেবে একসাথে থেকে একটি নতুন ও উন্নত বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে তিনি এই কথা বলেন।


আমেরিকা থেকে আসা রোহিঙ্গা ত্রাণের চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য যুক্তরাষ্ট্র থেকে পাঠানো প্রায় ১৭ হাজার টন চাল নিয়ে একটি জাহাজ রোববার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় প্রাপ্ত এই চাল রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে।


ঈদের ছুটিতে দুই দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল ব্যবহারকারী

ঈদ উপলক্ষে মাত্র দুই দিনের মধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিমধারী মানুষ। মোবাইল অপারেটরদের তথ্য বিশ্লেষণে এ সংখ্যা উঠে এসেছে, যা থেকে বোঝা যাচ্ছে, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ব্যাপক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *