বৃহস্পতিবার ১৪ আগাস্ট ২০২৫ | ৩০ শ্রাবন ১৪৩২

পাথর উত্তোলনে রাজনৈতিক ঐক্যমত থেকে গণলুট

বিভিন্ন রাজনৈতিক দলে মতবিরোধ থাকলেও পাথর উত্তোলনের বিষয়ে স্থানীয় নেতারা একমত ছিলেন। কারণ, উত্তোলন, পরিবহন, মজুত, ভাঙা ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন সব দলের প্রভাবশালী নেতারা। সম্প্রতি প্রশাসনও পাথর উত্তোলনের পক্ষে মত দিলেও সরকার অনুমোদন দেয়নি। এরপর শুরু হয় গণলুট। পরিবেশকর্মীরা বলছেন, এই লুটের জন্য দায়ী স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা। প্রথম আলোর অনুসন্ধানেও তাঁদের নাম উঠে এসেছে, অনেকে ইতিমধ্যে আত্মগোপনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নির্দেশ অমান্য করলে ৩০০ কোটি টাকা জরিমানা

সরকার যদি মনে করে, কোনো ব্যক্তি জাতীয় ঐক্য বা সংহতির বিরুদ্ধে কিংবা রাষ্ট্রদ্রোহমূলক কিছু প্রকাশ করেছেন, তবে সেই দায় শুধু ব্যক্তির নয়—যে সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন ফেসবুক) তা প্রকাশিত হবে, সরকার সেই প্ল্যাটফর্মকে তা সরানোর নির্দেশ দিতে পারবে। নির্দেশনার পরও দ্রুত তা না সরালে প্ল্যাটফর্মকে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

সিলেটে লুট হওয়া ১৩০ ট্রাক পাথর উদ্ধার

সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। বুধবার রাত ১০টা থেকে সারা রাত চলা অভিযানে পাথরবোঝাই ১৩০টি ট্রাক জব্দ করা হয়। এসব পাথর সাদাপাথর এলাকায় পুনঃস্থাপন করা হবে।

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্টে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও খোলার পরিকল্পনা নেই। তবু সম্প্রতি তাঁর নামে ভুয়া প্রোফাইল খোলা হচ্ছে, যেগুলো থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

শেখ হাসিনাকে রাজউকের প্লটের জন্য চাপ দেন টিউলিপ সিদ্দিক

দুদকের কর্মকর্তারা আদালতে জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক তাঁর খালা শেখ হাসিনার ওপর চাপ দিয়ে শেখ রেহানার পরিবারের জন্য রাজউকের ৩০ কাঠার একটি প্লট বরাদ্দ করান। অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে এই বরাদ্দ দেন।

বিভিন্ন খবরের কাগজের লিঙ্ক

প্রথম আলো | দৈনিক ইত্তেফাক | মানবজিবন | ডেইলি স্টারআমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *