বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের সিদ্ধান্ত
বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা নির্ভর করবে দেশটির জনগণের ওপর—এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব সংকট মোকাবিলায় জনগণের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” গত মঙ্গলবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বরং কিছু কিছু ক্ষেত্রে তারা একটি রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে। তার ভাষায়, “আমাদের দলীয় কর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলা হলেও প্রশাসন চুপচাপ রয়েছে। অনেক ক্ষেত্রে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে।” তিনি আরও বলেন, “এই ধরনের পক্ষপাতদুষ্ট প্রশাসনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান উত্তেজনা আরও বেড়েছে। ভিসির পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন এবং দেয়ালে পোস্টার লাগান। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের ভেতরে ঢুকে এক যুবককে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে, মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৬-এস এর কাছে। নিহত যুবকের নাম হাসিবুল আলম (২৪)। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।