বৃহস্পতিবার ১৩ মার্চ|২৯ ফাল্গুন ১৪৩১

এনআইডি সংরক্ষণে নির্বাচন কমিশনের কর্মসূচি পালন

অন্তর্বর্তীকালীন সরকার জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠনের পরিকল্পনা নিয়েছে। এই পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের আওতায় রাখার দাবিতে কর্মসূচি পালন করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ৫ মার্চ তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং কিছু সময় তাঁর কার্যালয়ের সামনে অবস্থান করেন। আজ তাঁরা সারা দেশে দুই ঘণ্টার ‘এনআইডি রক্ষায় অবস্থান’ কর্মসূচি পালন করেছেন।

সশস্ত্র বাহিনীর নির্বাহী ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বৃদ্ধি

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন সমপদমর্যাদার কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে নিযুক্ত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার।

দেশে প্রতি বছর কিডনি রোগে ১৭ হাজার মানুষের মৃত্যু

বাংলাদেশে আনুমানিক ১ কোটি ২৯ লাখের বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। প্রতিবছর এই রোগে প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যু হয়। সাধারণত ৯ ধরনের কিডনি রোগে এসব মৃত্যু ঘটে। উন্নত চিকিৎসার জন্য অনেক রোগী প্রতিবছর বিদেশে যাচ্ছেন।

নিহত রিকশাচালকের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের মামলা গ্রহণে অস্বীকৃতি

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত রিকশাচালক গোলাম হোসেন (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর স্ত্রী পরী বানু অভিযোগ করেছেন, স্বামীকে হাসপাতালে ভর্তি করতে বিএনপির দুই নেত্রী বাধা দিয়েছিলেন, যার ফলে চিকিৎসা পেতে এক ঘণ্টা বিলম্ব হয়। পরী বানু নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ করলেও পুলিশ তা গ্রহণ করেনি। তবে পুলিশ ও অভিযুক্ত বিএনপি নেত্রীরা অভিযোগ অস্বীকার করেছেন।

কুমিল্লায় বালুর ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩১

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীর বালুর ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, যাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির বাধায় কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত

পরপর দুটি ইউনিয়নে বিএনপির বাধার মুখে কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর উপজেলার বাকি আটটি ইউনিয়নে ইফতার মাহফিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার দুপুরে দলটির সখীপুর উপজেলার সভাপতি আবদুস সবুর খান সাংবাদিকদের এই তথ্য জানান।

রাজনৈতিক আনুগত্যের কারণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে – আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রশ্ন তুলেছেন, সরকারি কর্মচারী হয়ে পুলিশের রাজনৈতিক আনুগত্য থাকার কোনো যৌক্তিকতা আছে কি? তিনি বলেন, “আমাদের কোনো দলীয় পরিচয় নেই। কিন্তু কিছু কর্মকর্তা ও সদস্যদের অতিরিক্ত রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে।”

দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাচ্ছেন ৩০ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন। সেইসঙ্গে তাঁদের বেতন ১০ম গ্রেডে উন্নীত হবে বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *