মঙ্গলবার ১৯ আগাস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা আজ সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি জানাচ্ছেন। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে তাঁরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে এসে বসে পড়েন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


রাশিয়ার তেল আমদানি বন্ধে ভারতের প্রতি হোয়াইট হাউসের চাপ

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে আর্থিক সহায়তা দিচ্ছে। তিনি দাবি করেন, এ কেনাবেচা অবিলম্বে বন্ধ করতে হবে। ওয়াশিংটনও নয়াদিল্লির ওপর চাপ বাড়াচ্ছে, যেন ভারত রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমায়।


ফেসবুকে শেখ মুজিবকে জাতির পিতা লেখায় ছাত্রদল নেতা বহিষ্কার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ অন্তরকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ, তিনি ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করে পোস্ট দেন। গত রোববার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ট্রেন আসতে দেখে লেভেল ক্রসিং গেট বন্ধ করল কিশোর

একটি রেলক্রসিংয়ে গেট থাকলেও সেখানে দায়িত্বে কোনো গেটম্যান ছিলেন না। এ অবস্থায় ট্রেন আসতে দেখে স্থানীয় এক কিশোর দ্রুত ছুটে গিয়ে গেট নামিয়ে দেয়। ট্রেন চলে যাওয়ার পর আবার গেট খুলে দেয় সে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান পথচারীরা।


সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭৫৫ জন

রাজধানীসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন খবরের কাগজের লিঙ্ক

প্রথম আলো | দৈনিক ইত্তেফাক | মানবজিবন | ডেইলি স্টারআমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *