হাতিয়ায় এনসিপি নেতার পথসভায় দফায় দফায় হামলা, আহত অন্তত ১৫ জন
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাহাজমারা বাজারে প্রথম দফায় এ হামলা হয়। এরপর রাতে সাড়ে ৯টার দিকে প্রতিবাদে অবস্থান কর্মসূচি চলাকালে আবারও হামলা চালানো হয় বলে দাবি করেছেন হান্নান মাসউদের অনুসারীরা। দুই দফা হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শোডাউনের মাধ্যমে নিজ এলাকায় প্রত্যাবর্তন সারজিস আলমের
রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণের পর ব্যাপক শোডাউনের মাধ্যমে নিজ এলাকায় ফিরেছেন সারজিস আলম। তিনি ঢাকা থেকে বিমানে সৈয়দপুর গিয়ে সেখান থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পঞ্চগড়ের আটোয়ারীতে পৌঁছান। গত মাসে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পান।
দেশে ফ্রিজের বাজার ছাড়িয়েছে ১২ হাজার কোটি টাকা
বর্তমানে শহর ও গ্রামের মধ্যবিত্ত পরিবারগুলোতেও ফ্রিজের ব্যবহার সাধারণ হয়ে উঠেছে। এ পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানিগুলো। দেশে প্রতিবছর প্রায় ২৫ থেকে ৩০ লাখ ইউনিট ফ্রিজ বিক্রি হয়। বাজারটি প্রতি বছর ৫-১০ শতাংশ হারে বাড়ছে। এখন দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে ফ্রিজ। যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর মনিকা ইসলাম এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।
খুলনায় গণ অধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে মামলা
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ ছয় নেতার বিরুদ্ধে খুলনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে খুলনা সদর থানায় মামলাগুলো রেকর্ড হয়। মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা, যাঁরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন।
সাইকেলে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাঁস-মুরগির ছানা বিক্রি করেন মাহিদুর
প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাইসাইকেলে ৪০-৫০ কিলোমিটার এলাকা ঘুরে হাঁস ও মুরগির ছানা বিক্রি করেন ৪২ বছর বয়সী মাহিদুর। এই আয়ে তিনি তার মা, স্ত্রী ও চার সন্তানসহ সাত সদস্যের পরিবারের খরচ চালান। ফজরের আজানেই দিন শুরু হয়, আর শেষ হয় রাত ১১টার দিকে।
গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে বললেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমানে সেনাবাহিনী যে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, তা জাতি চিরকাল স্মরণে রাখবে। সোমবার ঢাকা সেনানিবাসে অফিসারদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। তিনি সকলকে গুজব ও ভুল তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
‘এক চীন’ নীতিতে ২০০৫ সালের অবস্থানে ঢাকাকে চায় চীন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের পাশাপাশি চীনের চারটি শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলাদা আলাদা বৈঠকে অংশ নেবেন।