পিলখানা হত্যাকাণ্ডের বিচারে বাংলাদেশের দায়িত্ব অপরিহার্য: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করা রাষ্ট্রের একটি অপরিহার্য দায়িত্ব।
জয়শঙ্করের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৌহিদ হোসেন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জয়শঙ্কর বলেছিলেন, ‘বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়’। এর জবাবে তৌহিদ হোসেন বলেছেন, প্রতিবেশী দেশ ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে চায়। আমাদের আশপাশের কয়েকজনের বক্তব্যে মনোযোগ না দিয়ে বরং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করা উচিত।
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের বিশেষ টহল, সাদা পোশাকে নজরদারি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সারাদেশে বিশেষ টহল ও চেকপোস্ট স্থাপনসহ বিভিন্ন অভিযান চালাচ্ছে। রাজধানীতে ৬৯টি এবং ঢাকার বাইরে ১৪৯টি মিলিয়ে মোট ২১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে যৌথ অভিযান শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া যায়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন বিভ্রান্তি তৈরি করা হয়েছে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পিলখানায় বীর সেনাদের নির্মম হত্যার পর দীর্ঘদিন ধরে জাতিকে বিভ্রান্তিতে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতেই হবে।’
বাংলাদেশে স্টারলিংক চালু হলে ইন্টারনেট বন্ধের সমস্যা চিরতরে সমাধান হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধের মতো সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ইলন মাস্কের স্টারলিংককে দেশটির বাজারে প্রবেশের আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।