চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দিল সরকার
সরকার উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে থাকা চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—নৌ পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুস আমিন, অ্যান্টি টেররিজম ইউনিটের নিশারুল আরিফ, হাইওয়ে পুলিশের আমেনা বেগম এবং মো. আজাদ মিয়া।
সীমান্তে আরও ১০০ স্থানে বেড়া নির্মাণ করবে ভারত
ভারত নতুন করে সীমান্তে আরও প্রায় ১০০টি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ অনলাইন’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে চলমান সীমান্ত বেষ্টনী নির্মাণের কাজও অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মহাসড়ক অবরোধ
রংপুরে পাঁচ দফা দাবিতে তিনটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁদের দাবির মধ্যে অন্যতম হলো এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার বন্ধ করা। চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায়ও এ ধর্মঘট চলায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন।
রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজশাহীর পুঠিয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
নওগাঁয় মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
নওগাঁয় দুর্বৃত্তরা মহাসড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও একটি মাইক্রোবাস থামিয়ে ডাকাতি করেছে। বাসের সুপারভাইজারের মতে, মুখোশধারী ডাকাতরা বাসের জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, সাত-আটটি মোবাইল ফোন ও গহনা লুট করেছে।
২০২৪ সালের নির্বাচনে দায়িত্বপালনকারী ডিসিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দারা
গোয়েন্দা সংস্থাগুলো ২০২৪ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকদের (ডিসি) বিষয়ে তথ্য সংগ্রহ করছে। আজ (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে দুটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।