শনিবার ২৩ আগাস্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২

উপদেষ্টা মাহফুজের বাবা বিএনপির ইউনিয়ন সম্পাদক নির্বাচিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। সদস্যদের ভোটে তিনি এই পদে জয়ী হন। মোরগ প্রতীকে তিনি ২৬৬ ভোট পান। এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।


ছাত্রসমাজ ফ্যাসিবাদের ষড়যন্ত্র প্রতিহত করবে

ডাকসুর সাবেক ভিপি ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রক্তাক্ত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশে আবারও ফ্যাসিবাদের পদচারণা শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্রসমাজ যেকোনোভাবে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান বা তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে।


শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার কোনো বক্তব্য প্রকাশ বা সম্প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।


রাজশাহী মেডিকেল ক্যাম্পাস এলাকায় শত শত গাছ কেটে নেওয়া

রাজশাহী শহরের সিলিন্দা এলাকায় গড়ে উঠছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ক্যাম্পাস। এজন্য ওই এলাকার বাগান, ভবনসহ সব জায়গা অধিগ্রহণ করেছে সরকার। বিশ্ববিদ্যালয়ের হিসেবে প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ রয়েছে সেখানে, যেগুলো বিক্রির জন্য নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো দরপত্র বা কার্যাদেশ হয়নি। এরই মধ্যে গত এক মাস ধরে শত শত গাছ কেটে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বালু ভরাটের কাজে নিয়োজিত শ্রমিকদের দিয়ে এসব গাছ কেটে বিক্রি করে দিয়েছে। ফলে সবুজে ভরা এলাকার অনেক জায়গা এখন ফাঁকা হয়ে পড়েছে।


সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় মেঘনা নদীতে ভেসে উঠেছে প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ। গতকাল বিকেলের দিকে স্থানীয়রা নদীতে তাঁর দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

বিভিন্ন খবরের কাগজের লিঙ্ক

প্রথম আলো | দৈনিক ইত্তেফাক | মানবজিবন | ডেইলি স্টারআমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *