শনিবার ২৬ এপ্রিল | ১৩ বৈশাখ ১৪৩২

দ্রুত জাতীয় ঐক্যের ঘোষণাপত্র চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় ঘোষণাপত্রে পৌঁছাতে চাই। মনে রাখতে হবে, আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে যে সুযোগ এসেছে, তা বীর শহীদদের আত্মত্যাগের ফল। আমাদের দায়িত্ব হলো এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া না করা।’


এলডিসি উত্তরণের চাপে বিপাকে ওষুধশিল্প

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর দেশের ওষুধশিল্প বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মেধাস্বত্ব ছাড়ের সুবিধা হারালে নির্দিষ্ট উৎস থেকে উচ্চমূল্যে কাঁচামাল কিনতে হবে, ফলে ওষুধের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে ওষুধশিল্প সংশ্লিষ্টরা আগেভাগেই প্যাটেন্টকৃত ওষুধের অনুমোদন নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন, নইলে সাধারণ জনগণকে জীবন রক্ষাকারী ওষুধ কিনতে কয়েকগুণ বেশি খরচ করতে হতে পারে।


সবজির বাজারে বাড়তি চাপ, স্বস্তি মুরগির দামে

গত কয়েক মাস ধরে সবজির বাজারে যে স্বস্তি ছিল, তা এখন ক্রমেই কমছে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। অধিকাংশ সবজি এখন ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না এবং কিছু সবজির দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। যদিও পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে, আলুর দাম আগের মতোই রয়েছে। তবে ইতিবাচক দিক হলো, সব ধরনের মুরগির দাম কমতির দিকে।


ট্রাম্পকে ফোন করে আলোচনার আহ্বান শি জিনপিংয়ের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে ফোন দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমাদের প্রশাসন এখন চীনের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।’ টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শি জিনপিং ফোনে ট্রাম্পকে বলেছেন, “চলুন আমরা একসঙ্গে একটি সমাধানে পৌঁছাই।”


কাশ্মীরে সন্দেহের ভিত্তিতে বাড়িঘর গুঁড়িয়ে দিল প্রশাসন

কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপরাধীদের ‘কল্পনাতীত শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরই জম্মু-কাশ্মীর প্রশাসন বিজেপির ‘বুলডোজার নীতি’ বাস্তবায়ন শুরু করেছে। যদিও এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যায়নি, তবু সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার দুটি বাড়ি এবং শনিবার আরও দুটি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *