শনিবার ৫ এপ্রিল| ২২ চৈত্র ১৪৩১

পদ্মার চার মাছ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

আজ শনিবার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের বাজারে পদ্মা নদী থেকে ধরা তিনটি কাতলা ও একটি পাঙাশ মাছ বিক্রি হয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকায়। সবচেয়ে বড় কাতলা মাছটির ওজন ছিল প্রায় ২৪ কেজি, অন্য দুটি কাতলার ওজন ছিল যথাক্রমে ২০ কেজি ও ১৪ কেজি ৫০০ গ্রাম। পাঙাশ মাছটির ওজনও ছিল ১৪ কেজি ৫০০ গ্রাম। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ এসব মাছ কিনে নিয়েছেন। তিনি ইতোমধ্যে বড় কাতলাটি বিক্রি করেছেন, আর বাকি মাছগুলো বিক্রির অপেক্ষায় রেখেছেন।


সংস্কারের পর দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পন্ন করেই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা হবে, এবং এটি তাঁর নেতৃত্বাধীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত।


ভর্তুকি নিয়ে সরকারের সঙ্গে আইএমএফের টানাপোড়েন

কৃষি ও জ্বালানি খাতে বাজেটের ভর্তুকি হ্রাস নিয়ে সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মুখোমুখি অবস্থানে রয়েছে। আইএমএফ দাবি করছে, এসব খাতে ভর্তুকি কমিয়ে ধীরে ধীরে শূন্যে নামাতে হবে। তবে সরকার জ্বালানির ক্ষেত্রে কিছুটা নমনীয় হলেও কৃষি ও খাদ্য খাতে এই শর্ত মানতে রাজি নয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন বাজেটেও কৃষি ও খাদ্য খাতে ভর্তুকি বহাল রাখা হবে।


বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা, রপ্তানিতে চাপ

যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাণিজ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্তে অনেক দেশ তাদের রপ্তানি বাজারে বড় ধাক্কার আশঙ্কা করছে। এর প্রভাব পড়েছে পুঁজিবাজারেও—বিশ্বের প্রায় সব শেয়ারবাজারে সূচক নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের দামও হ্রাস পেয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এতে করে বৈশ্বিক অর্থনীতি আরও অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে এবং বিশ্ব বাণিজ্যের গতিপথ বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *