অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার ‘অসীম দুর্নীতির’ প্রমাণ তাঁর কাছে রয়েছে। তাঁর দাবি, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি সম্ভব নয়।
পিরোজপুরে চাঁদাবাজি মামলায় যুবদলের সাবেক নেতা আটক
পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দার (৪৮) চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে শহরের ক্লাব রোডে অবস্থিত তাঁর মালিকানাধীন বিলাস হোটেল থেকে তাঁকে আটক করা হয়। এর আগে সকালে বালু ব্যবসায়ী জুয়েল শেখ পিরোজপুর সদর থানায় মামলা করেন, যেখানে মারুফসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যা: আরও তিনজন গ্রেপ্তার
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার গভীর রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
শুল্ক বিরোধ মেটার আগে বাণিজ্য আলোচনায় রাজি নন ট্রাম্প
ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, শুল্কসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। (সূত্র: এনডিটিভি)