সংস্কার শেষ হলেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলমান সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে ২০২৫ সালের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে। বিস্তারিত জানতে দেখুন আমাদের ভিডিও প্রতিবেদন।
মানবাধিকারের চরম লঙ্ঘন
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ধরে রাখতে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। আন্দোলন দমাতে অতিরিক্ত শক্তি প্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে গণগ্রেপ্তার, চিকিৎসা সেবায় বাধা, ইন্টারনেট বন্ধ, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। এমনকি নারী ও শিশুদেরও লক্ষ্যবস্তু বানানো হয়। পুলিশ, দলীয় ক্যাডার বাহিনী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসব নিপীড়ন চালানো হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার আলোচনা শুরু শনিবার: আদিলুর রহমান
আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাইকোর্ট গেটের সামনে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
‘আয়নাঘর’ নিয়ে তোলপাড়
গুম ও নির্যাতনের কেন্দ্র ‘আয়নাঘর’ নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একের পর এক ভয়ংকর ঘটনা উঠে আসছে সামনে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের মানুষদের ধরে নিয়ে ছোট্ট একটি লোহার খাঁচায় আটকে রাখা হতো। সেখানে তাদের ওপর চালানো হতো মধ্যযুগীয় নির্যাতন।
বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে মার্কিন প্রশাসনের গোপন কোনো সংস্থার ভূমিকা ছিল না। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস ও ইলন মাস্কের ফোনালাপ
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বখ্যাত মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে এই সংলাপ হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে জানিয়েছেন।