যুক্তরাষ্ট্রের বৃহৎ কোম্পানিগুলোর পোশাক অর্ডার বন্ধে ভারতীয় বাজারে ধাক্কা
যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান—ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট এবং গ্যাপ—সম্প্রতি ভারত থেকে পোশাক আমদানির অর্ডার স্থগিত করা শুরু করেছে। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। এতে করে মার্কিন কোম্পানিগুলোর ভারতীয় পণ্য কেনা অলাভজনক হয়ে পড়েছে এবং দেশটির সরবরাহকারীরা বিপাকে পড়েছেন।
সন্ত্রাসীদের ভিডিও করায় প্রাণ গেল সাংবাদিক আসাদের
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। আসাদুজ্জামান তার মোবাইলে সেই দৃশ্য ধারণ করছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং কুপিয়ে হত্যা করে। পুলিশের মতে, পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জামায়াতকে ইতিহাসের দায় স্বীকারের আহ্বান ৩২ নাগরিকের
মুক্তিযুদ্ধে বিরোধিতার ঐতিহাসিক দায় স্বীকার করার জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, জাতীয় সমঝোতা ও ভবিষ্যতের গণতন্ত্রের স্বার্থে জামায়াতকে এ সত্য প্রকাশ্যে স্বীকার করতে হবে।
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ গতকাল এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়েই তফসিল প্রকাশ করা হবে।
বাংলাদেশ সীমান্তে আদিবাসীদের হাতে অস্ত্র, উদ্বিগ্ন আসামের মুসলিমরা
ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এই ঘোষণায় রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সীমান্ত এলাকায় এই উদ্যোগকে অনেকে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত হুমকি হিসেবে দেখছেন।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত ক্ষমতা বিপজ্জনক হতে পারে: অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সতর্ক করে বলেছেন, বিচার বিভাগীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের ক্ষমতা যদি সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের হাতে দেওয়া হয়, তাহলে দেশে ‘দানবীয়’ আচরণের বিচারক তৈরি হতে পারে। তিনি বলেন, ‘আমরা যদি এই ক্ষমতা এককভাবে তুলে দিই, তাহলে বিচারপ্রার্থীরা স্বেচ্ছাচারী আচরণের শিকার হতে পারেন।’