পাঞ্জাবের মাঠ থেকে রাফাল বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নিল ভারতীয় সেনাবাহিনী: বিবিসির প্রমাণ
পাঞ্জাব রাজ্যের এক কৃষিক্ষেত থেকে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই। ডাসোঁ এভিয়েশনের তৈরি ফরাসি রাফাল হচ্ছে ভারতের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান। বুধবার পাকিস্তান দাবি করে, ভারতের সামরিক অভিযানে তারা অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল রয়েছে বলে জানানো হয়।
থাইল্যান্ডে গোপনে পাড়ি, সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রায় আলোড়ন
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চুপিসারে থাইল্যান্ডে গেছেন। রাত ৩টা ৫ মিনিটে তিনি ঢাকা ছাড়েন বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে।
রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে দ্রুত আলোচনার দ্বিতীয় পর্ব চাই: ড. ইউনূস
সংস্কার নিয়ে জাতীয় ঐক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে: সরকারের বক্তব্য
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সরকার মনোযোগ দিয়ে বিবেচনা করছে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে। শুক্রবার বিকাল ৩টার আগে দেওয়া বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরশাসন ও সহিংসতার অভিযোগ তুলে দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে, যা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে।
ভারত-পাকিস্তান যুদ্ধ আমাদের বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার বিষয়ে মন্তব্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধ ‘যুক্তরাষ্ট্রের দেখার বিষয় নয়’। তিনি বলেন, “আমরা এই দুই পরমাণু শক্তিধর দেশের নিয়ন্ত্রণ করি না। তাদের নিজেদেরই উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিতে হবে।”
সম্পদের প্রায় সবটাই দান করবেন বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, আগামী ২০ বছরের মধ্যে তিনি নিজের ৯৯ শতাংশ সম্পদ দান করবেন। তিনি বলেন, তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে দান কার্যক্রম আরও বাড়ানো হবে এবং ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
‘আমাকে গ্রেপ্তার করে কার স্বার্থ পূরণ করা হলো?’—আইভীর প্রশ্ন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একটি হত্যা মামলায় আদালত আজ শুক্রবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আদালতে হাজির হওয়ার আগে আইভী প্রশ্ন তোলেন, “কে বা কারা আমাকে ফাঁসাতে চায়? কাদের লাভ হলো আমাকে গ্রেপ্তার করে?”—এই প্রশ্ন তিনি প্রশাসনের উদ্দেশে ছুড়ে দেন।