ফলকার টুর্কের মন্তব্যের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া
গত জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক যে মন্তব্য করেছেন, তার প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।
রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শিবির পরিদর্শন ও গুরুত্বপূর্ণ বৈঠক শেষে, তাঁরা শতাধিক রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা হত্যাকাণ্ড, তিন নেতাকে বহিষ্কার
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (মল্লিক) হত্যাকাণ্ডের ঘটনায় দলীয় তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর যৌথ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
ফরিদপুরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩
ফরিদপুরের সালথায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার সোনারপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
ধর্ষকের বিচার দাবিতে দিনভর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনভর বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অন্তত ১২টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যার মধ্যে লাঠিমিছিল ও মশালমিছিলও ছিল।
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরসহ আশপাশের এলাকার বাসিন্দারা সাইফুল ইসলামকে ভয়ংকর এক সন্ত্রাসী হিসেবে চেনেন। স্থানীয়দের মতে, তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে থেকে নির্যাতন, চাঁদাবাজি ও মারধরের মতো অপরাধে লিপ্ত ছিলেন, যার কারণে ‘হিটার সাইফুল’ নামে পরিচিত হন। সম্প্রতি অবৈধ বালু উত্তোলন নিয়ে প্রতিবেশী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানের সঙ্গে তাঁর বিরোধ হয়। সেই বিরোধের জেরে সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তাঁর আরও দুই ভাই।
এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে বাংলাদেশ, বিশ্বে অষ্টম
নারীদের উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করলেও বাল্যবিবাহের হার এখনও কমেনি। বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হওয়া দেশের তালিকায় বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে। তবে এশিয়ার মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে।