সোমবার ১৮ আগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার রাত আটটার দিকে। জামায়াতের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর গুলি চালায়।


অভিযানের মাঝেই কৌশলে পাথর উত্তোলন

সিলেটের কানাইঘাট উপজেলার লোভা নদীতে দেখা গেছে নদীর তীরে শত শত শ্রমিক নৌযানে (বাল্কহেড) পাথর তুলছেন। খননযন্ত্র দিয়ে পানির নিচ থেকে পাথর তোলা হচ্ছে এবং শ্রমিকরা সেগুলো নদীর তীরে জমা করে নৌযানে ভরছেন। যদিও বর্তমানে সিলেটজুড়ে পাথর লুটকারীদের বিরুদ্ধে অভিযান চলছে, তবুও সীমান্তঘেঁষা এই নদীতে প্রকাশ্যে এমন কার্যক্রম চলছে। লোভা নদী সীমান্ত থেকে এসে সুরমায় মিশেছে এবং স্রোতের সঙ্গে ওপার থেকেও পাথর ভেসে আসে।


বাংলাদেশকে মৌলবাদমুক্ত রাখার আহ্বান

বাংলাদেশকে যাতে চরমপন্থা বা মৌলবাদের ঘাঁটিতে রূপান্তরিত করা না যায়, সেটিই বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদদের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। সার্বভৌমত্বের প্রতি আস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিত

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে রোববার সকাল ১০টার দিকে এক সহকারী শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করে মারধর করার পর বাজারে ঘোরানোর ঘটনা ঘটেছে। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত। ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান ইতিমধ্যে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।


বিদেশে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পদ চিহ্নিত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে বিদেশে প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদ গড়ে তোলা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচটি দেশের সাতটি শহরে তদন্ত চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।


‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে বিতর্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে নতুন বিতর্কের জেরে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, বইটি রচনা ও সম্পাদনার সঙ্গে জড়িয়ে তাঁরা সরকারি পদ, অর্থ ও ফ্ল্যাট নিয়েছেন। দুদক বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিভিন্ন খবরের কাগজের লিঙ্ক

প্রথম আলো | দৈনিক ইত্তেফাক | মানবজিবন | ডেইলি স্টারআমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *