সোমবার ২৪ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজারে বিমানঘাঁটিতে হামলা, গুলিতে এক যুবকের মৃত্যু

কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে শাহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাহিদ সমিতিপাড়ার বাসিন্দা এবং প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে। এই ঘটনা সোমবার দুপুরে সংঘটিত হয়।

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ, ডাকাতির শিকার

ঢাকার বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর বাসায় ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ার (৪৩)। তিনি জানান, রোববার রাত ১০টা ৪০ মিনিটে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তাকে গুলি করা হয় এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে যৌথ বাহিনী

রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী কাজ করছে।

সাবেক এমপি হেনরীর ২০ কোটি টাকা ফ্রিজের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত। এই অর্থ ৬৮টি ব্যাংক হিসাবে জমা ছিল।

সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার পদক বাতিল

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ জন পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *