০২-০১-২০২৫

কাকরাইলে বাস চাপায় আহত পুলিশের মৃত্যু

রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন তিনি।

বছরের প্রথম দিনেই মালয়েশিয়ায় আটক ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন

নতুন বছরের প্রথম দিনেই মালয়েশিয়ায় ১০৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে ৬৪ জনই বাংলাদেশি।

বাড়ছে ভ্যাট: রেস্তোরাঁয় খেতে, পোশাক কিনতে, মিষ্টিমুখ করতেও গুনতে হবে বাড়তি টাকা

রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে। এত দিন শীতাতপনিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হতো। সেটি বাড়িয়ে ১৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

জামিন আবেদন চিন্ময় দাসের নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ

ভোটার তালিকা হালনাগাদ আগামী ২০ জানুয়ারি শুরু এবং আগামী ২ মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *