গুমের মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।
অভিযানের সময় পোশাক পরতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাসাদাপোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে। আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি, তাঁরা যেন সেটি ফলো না করেন।
’কুড়িগ্রামে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদককারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। তিনি মেজর ডালিম হিসেবে পরিচিত। মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
রাজশাহীতে বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ
রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন।
পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা তো বটেই, দলের মধ্যে থেকেই উঠছে পদত্যাগের দাবি। এমন অবস্থায় শোনা যাচ্ছে— পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী।
দেশে ফিরলেন ৯০ বাংলাদেশি জেলে, ৯৫ ভারতীয় জেলেকে হস্তান্তর
ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। অন্যদিকে, বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া
গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ১০টার দিকে দলীয়প্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তার রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে বেরিয়ে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন যাত্রার সব প্রস্তুতি শেষ হওয়ার মধ্যে রাত ৯টায় স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে যান।