১২ সেপ্টেম্বর-২০২৫ এর ২য় সপ্তাহ

চোখের সামনে লুট: শেখ হাসিনার পতন থেকে লন্ডন পর্যন্ত অর্থ পাচারের চিত্র

১২ সেপ্টেম্বর ২০২৫
লন্ডনভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) বৃহস্পতিবার প্রকাশ করেছে নতুন তথ্যচিত্র “বাংলাদেশের হারানো বিলিয়ন: চোখের সামনেই চুরি”। এতে তুলে ধরা হয়েছে দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল অর্থ বিদেশে পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা। এফটির ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার (২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা) পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। কীভাবে এই অর্থ দেশ থেকে বের হয়ে গেছে এবং তা ফেরত আনার সুযোগ আছে কি না—তা খতিয়ে দেখতেই তথ্যচিত্রটি তৈরি। এজন্য তারা বিক্ষোভকারী, রাজনীতিক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিয়েছে।


জাকসু ভোটে বিশৃঙ্খলা ও বর্জন

১১ সেপ্টেম্বর ২০২৫
৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভোটাররা বলেন, আঙুলে কালি ব্যবহার করা হয়নি বা ব্যবহার হলেও তা সহজেই মুছে গেছে। জালিয়াতির অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করেছে। সারাদিনজুড়ে নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করেছে।


ডাকসু নির্বাচনে শিবিরের জয়

১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট” বিপুল জয় পেয়েছে। ভিপি, জিএস, এজিএসসহ মোট ১২টি সম্পাদকীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ৯টিতেই জয়ী হয়েছে।


নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

৯ সেপ্টেম্বর ২০২৫
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি। সচিবালয় থেকে জারি করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।রাজধানী কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে সোমবার বিক্ষোভ হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও তিন শতাধিক আহত হন। কাঠমান্ডুতেই সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটে, যেখানে ১৭ জন প্রাণ হারান। বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশি বাধা ভেঙে সংসদ ভবনে প্রবেশ করে।


সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

৮ সেপ্টেম্বর ২০২৫
ডিবি পুলিশের অভিযানে সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার হয়েছেন। রোববার রাতে রাজধানীর বোরাক টাওয়ার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি জানিয়েছে।


বদরুদ্দীন উমরের মৃত্যু

৭ সেপ্টেম্বর ২০২৫
খ্যাতনামা লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই। রবিবার সকাল ১০টার পর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।


রাজবাড়ীতে নুরাল পাগলার লাশ উত্তোলন ও দাহ

৬ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার খানকায় ক্ষুব্ধ জনতা হামলা চালায়। পরে তারা তাঁর লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।


লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মনজুরুল আলমের জামিন নাকচ

৫ সেপ্টেম্বর ২০২৫
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করায় বিচারক তাঁদের আবেদন নাকচ করেন।


যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন আরও ৩০ বাংলাদেশি

৪ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা একটি ফ্লাইট অবতরণ করে। এতে ফেরত আসেন ২৯ জন পুরুষ ও ১ জন নারী বাংলাদেশি। জানা যায়, যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান জোরদার হওয়ায় ইতিমধ্যেই বিভিন্ন ধাপে মোট ১৮৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

হারানো এনআইডি পুনরুদ্ধারে জিডির ঝামেলা শেষ

৪ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, হারানো জাতীয় পরিচয়পত্র পেতে আর সাধারণ ডায়েরির (জিডি) প্রয়োজন হবে না। নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর নতুন এ ব্যবস্থা কার্যকর হয়েছে। গত এক বছরে প্রায় ৯ লাখ ৫০ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *