১৯ জানুয়ারী ২০২৫

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এই নির্দেশ দেন।


গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি, ইসরায়েলি হামলায় নিহত ১০

গাজায় আজ রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা হয়নি। বরং এই সময়ে ইসরায়েল হামলা চালায়, যেখানে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


চারটি প্রদেশের সুপারিশ নিয়ে ভাবছে কমিশন

জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের পুরোনো চারটি বিভাগকে প্রদেশে রূপান্তরের সুপারিশ নিয়ে কাজ করছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া অন্য বেশিরভাগ বিষয় প্রদেশের অধীনে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিভাগের ২২ জন ইন্টেলে কর্মরত

বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অন্তত ২২ জন গ্র্যাজুয়েট কাজ করছেন। এর মধ্যে ৯ জন প্রতিষ্ঠানের সদর দপ্তরে কর্মরত।


সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য জরুরি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন।


ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করার দাবি ছাত্রদলের

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *