৩/০১/২০২৫

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পোরছড়া এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফ-এর একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

রাজধানী ঢাকা ও উত্তর-পূর্বের সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *