বৃহস্পতিবার । ৬ মার্চ ২০২৫| ২১ ফাল্গুন ১৪৩১

পুলিশ আইন প্রয়োগে বাধার সম্মুখীন: আইজিপি

ক্ষমতা হারানো স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কারণে পুলিশ সদস্যরা আইন প্রয়োগ করতে গিয়ে জনতার আক্রমণের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ৫ আগস্টের পর অপরাধে জড়িত পুলিশ সদস্যদের বিচার ও অপসারণের মাধ্যমে বাহিনীকে পুনরায় সম্মানজনক অবস্থানে ফেরানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে রংপুরে এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুঠোফোনে হুমকি দিয়ে ইউএনও কার্যালয়ের কর্মচারীকে মারধর: অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও কার্যালয়ের পাশে শহীদ মিনারের সামনে তাকে মারধর করা হয়।

সাবেক সংসদ সদস্য এম এ মালেক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাষানটেকের বিআরপি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

জয়পুরহাটে হাট ইজারায় সিন্ডিকেট: কোটি টাকার লেনদেনের অভিযোগ

২০২৫ সালের ১৪ এপ্রিল থেকে ২০২৬ সালের ১৩ এপ্রিল পর্যন্ত এক বছরের জন্য বালিঘাটা হাটের ইজারা পেয়েছেন আবদুল হাকিম মণ্ডল। অভিযোগ রয়েছে, সিন্ডিকেট করে ইজারামূল্য কম রাখা হয়েছে। আনুমানিক ৮ কোটি টাকার বাজার মাত্র ৩ কোটি টাকার নিচে ইজারা নেওয়া হয়েছে এবং গোপনে দেড় কোটি টাকার ভাগ-বাঁটোয়ারার অভিযোগ উঠেছে।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৫৬ জেলে আটক: অভিযুক্ত মিয়ানমারের নৌবাহিনী

সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৬টি ট্রলারসহ বাংলাদেশের ৫৬ জন জেলেকে মিয়ানমারের নৌবাহিনী ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় জেলে ও ট্রলার মালিক সমিতি। বুধবার দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণে ১০-১৫ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।

মগবাজারে অস্ত্র প্রদর্শন: গণপিটুনির শিকার এক ব্যক্তি

রাজধানীর মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বুধবার রাত আটটার দিকে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আহত মাহফুজুর রহমান (বিপু) শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দরিদ্র ও দুস্থ নারীদের জন্য চাল-গম সহায়তা কমেছে

বর্তমানে বাজারে চালের দাম অত্যন্ত চড়া। ভালো মানের মোটা চালের কেজি ৫৫ টাকা ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে চাল ও গমের বিতরণ কমিয়ে দেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা জাতিসংঘের

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ আগামী এপ্রিল থেকে মাসিক খাবারের বরাদ্দ ১২.৫০ ডলার থেকে ৬ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা করছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছে।

রাজশাহীতে থানার ওসি বদলি: ছাত্র-জনতার ঘেরাওয়ের পর সিদ্ধান্ত

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। ছাত্র ও জনতার থানার সামনে বিক্ষোভের পর তাকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

লাকসামে বিএনপি নেতার বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজির আহম্মেদের নেতৃত্বে এক ব্যবসায়ীর ১৪টি দোকানসহ সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। ব্যবসায়ী মো. রাজিব হোসেন সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন।

২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন সম্ভাবনা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের অগ্রগতি এর উপর নির্ভর করবে।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সিদ্ধান্ত তাদের ওপর নির্ভর করছে: ড. ইউনূস

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত তারাই নেবে। নির্বাচন কমিশনও চূড়ান্তভাবে নির্ধারণ করবে কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

ঝিনাইদহে কার্ড ছাড়া টিসিবির পণ্য লুটপাটের অভিযোগ

ঝিনাইদহের কাঁচেরকোল ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণের সময় স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে কার্ড ছাড়া জোর করে পণ্য নেওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতারা পরিস্থিতি স্বাভাবিক করে পুনরায় পণ্য বিতরণ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *