কেন সাংবাদিকতা এখন অস্তিত্ব সংকটে

মানবজমিনে প্রকাশিত জনাব মতিউর রহমান চৌধুরীর একটি লেখার স্বারসংক্ষেপ

বাংলাদেশের সাংবাদিকতা বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের আস্থা হারিয়েছে অনেক আগেই, আর এখন ডিজিটাল যুগে সাংবাদিকতার বিভিন্ন ধরণ প্রিন্ট মিডিয়া ও টিভি সাংবাদিকতার উপর বাড়তি চাপ তৈরি করেছে। সরকারের লাইসেন্সের আওতায় টিভি সাংবাদিকতা শুরু থেকেই নিয়ন্ত্রিত, যা সত্য প্রকাশের পথে বড় বাধা। এ অবস্থায় সাংবাদিকদের রাজনৈতিক বিভাজন পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। একসময় কালোকে কালো বলার সাহস থাকলেও পরবর্তী সময়ে সাংবাদিকতা হয়ে পড়েছে সরকারের নিয়ন্ত্রণাধীন। গণতন্ত্রের অভাবে এই সংকট আরও তীব্র হয়েছে।

সাংবাদিকদের অনৈক্য শাসকদের সুযোগ করে দিয়েছে সাংবাদিকতা নিয়ন্ত্রণের। দলীয় আনুগত্য সাংবাদিকদের নিজেদের পরিচয়কেও প্রশ্নবিদ্ধ করেছে। ডিজিটাল সাংবাদিকতা একসময় নতুন আশার সঞ্চার করলেও হঠকারিতা ও পক্ষপাতদুষ্টতার কারণে মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস যথার্থই বলেছেন, সময়ের দাবি হলো নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা। তবে, আত্মসমালোচনা ও দায়িত্বশীলতার অভাবে এই মহান পেশাটি কলঙ্কিত হয়েছে, যার ফলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাঁটাতারের বেড়ার মতো সেলফ সেন্সরশিপ রেখে প্রকৃত সাংবাদিকতা সম্ভব নয়। এখনই প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে সত্য প্রকাশের পথে এগিয়ে যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *