পলকের আইনজীবীর বক্তব্যের জবাবে পিপি বললেন, ‘রিমান্ড তো মাত্র শুরু হয়েছে’
একটি হত্যাচেষ্টা মামলায় আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের রিমান্ডের আবেদন জানানো হয়।শুনানিতে রিমান্ড আবেদনের যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন জুনাইদ আহ্মেদের আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, তাঁর মক্কেলকে আর কত দিন রিমান্ডে নেওয়া হবে? তখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, রিমান্ড তো মাত্র শুরু হয়েছে।
বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি: তল্লাশি চলছে, দুপুর পর্যন্ত কিছু মেলেনি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যে ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, সেটিতে এখনো তল্লাশি চলছে। তল্লাশিতে আজ বুধবার বেলা দুইটা নাগাদ ফ্লাইটটিতে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার প্রথম আলোকে এই তথ্য জানান।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধারপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস)। ফলে আতঙ্কে রয়েছেন কাগজপত্রহীন বাংলাদেশিরা।