ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল গঠিত হবে : আব্দুল্লাহ আল আমিন
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, ‘আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন রাজনৈতিক দল গঠন করবো। এ লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে আন্দোলনে যুক্ত ছাত্র-জনতার সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। খুব দ্রুতই আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা করছি এবং ফেব্রুয়ারির মধ্যেই দল গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’
গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন থেকে টিবি হাসপাতাল পর্যন্ত সড়ক অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত কয়েকজন ব্যক্তি। তাঁদের দাবি, সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি। আজ রোববার সকালে তাঁরা রাস্তা অবরোধ করেন। আন্দোলনকারীদের দাবি, তাঁরা গতকাল শনিবার সন্ধ্যা থেকেই এখানে অবস্থান নিয়েছিলেন।
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ‘ব্লকেড টু নর্থ সিটি’ শিথিল
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ঢাকার মহাখালীতে কলেজের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকাল ১১টা ৫০ মিনিটে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছেন। দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনের সামনের সারির নেতাদের একজন, ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ এই ঘোষণা দেন।
নির্বাচিত সরকার আসার আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন : অর্থ উপদেষ্টা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হিসেবে চাঁদাবাজির কথা উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আগে যারা চাঁদাবাজি করতো তাদের পাশাপাশি এখন রাজনীতির ক্ষমতা দখলের চেষ্টায় থাকা ব্যক্তিদের অনুসারীরাও চাঁদাবাজিতে যুক্ত হয়েছে, যার ফলে স্থানীয় পর্যায়ের অপরাধীরা আরও সক্রিয় হয়েছে।’
কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ
মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া।
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।