মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫

হাসিনা-রেহানার চারটি বাগানবাড়ি, রয়েছে ডুপ্লেক্স ভবন, পুকুর ও শানবাঁধানো ঘাট

সারি সারি গাছের ভেতর দিয়ে বয়ে গেছে রাস্তা, ঘেরা গ্রামীণ পরিবেশে বিশাল এক বাগানবাড়ি। বাড়ির ভেতরে রয়েছে দ্বি-তল ভবন, শানবাঁধানো ঘাট ও পুকুর। এই বাগানবাড়িটির নাম রাখা হয়েছে ‘টিউলিপ’স টেরিটরি’, যা গাজীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় অবস্থিত। এটি নামকরণ করা হয়েছে সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে। নথিপত্র অনুসারে, বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও টিউলিপ সিদ্দিকের বাবা।

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮ জন

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৬২১টি সড়ক দুর্ঘটনায় ৬০৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১১০০ জন। নিহতদের মধ্যে ৭২ জন নারী ও ৮৪ জন শিশু রয়েছে। এসব দুর্ঘটনার মধ্যে ২৭১টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন ২৬৪ জন। যা মোট নিহতের ৪৩.৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার দাঁড়িয়েছে ৪৩.৬৩ শতাংশ।

বাংলাদেশে ৫০ হাজার অবৈধ বিদেশি, দেশে ফিরেছেন মাত্র ১৫ হাজার

বর্তমানে বাংলাদেশে ৩৩,৬৪৮ জন বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন। অবৈধ বিদেশিদের নিজ দেশে ফেরানোর নির্দেশনার পর, গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র ১৫,৬১৮ জন বাংলাদেশ ছেড়ে গেছেন।

তারেক রহমান ও আব্দুস সালামের রাষ্ট্রদ্রোহ মামলার বাতিল রায় প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা ব্যবস্থা, শুরু হলো বাণিজ্যযুদ্ধ

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১০ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। চীন জানিয়েছে, তারা মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করছে, যা সোমবার থেকে কার্যকর হবে। ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়ে গেল।

মানহানি মামলায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসীর বিচার শুরু

মানহানির মামলায় বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *