রোববার ৯ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ৪০ জন আটক, পুলিশ বলছে তারা ফ্যাসিস্ট সরকারের লোক

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক আজ রোববার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন বলে জানা গেছে।

prothomalo.com

হাত-পা বেঁধে ভারতীয় অভিবাসী ফেরত পাঠানোয় মোদি সরকারের ওপর চাপ বৃদ্ধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। এর অংশ হিসেবে সম্প্রতি ১০৪ জন ভারতীয়কে হাত-পা বেঁধে মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে ভারতে বিরোধী দলগুলো মোদি সরকারের সমালোচনা করছে।

bd-pratidin.com

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৩১ জন মাওবাদী সদস্য রয়েছেন। এছাড়া আরও দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।

পাঠ্যবইয়ের তথ্য ও মানচিত্র নিয়ে চীনের আপত্তি, বাংলাদেশ সময় চেয়েছে সংশোধনের জন্য

বাংলাদেশের দুটি পাঠ্যবই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে চীন অভিযোগ করেছে। বেইজিংয়ের দাবি, প্রাচীনকাল থেকেই এই অঞ্চলগুলো চীনের অংশ। তারা এটিকে ‘তথ্য বিভ্রাট’ হিসেবে উল্লেখ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *