ঢাকা ও ঢাবির আধিপত্যের বিরুদ্ধে রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
রাষ্ট্র পুনর্গঠনের কাঠামোয় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের প্রতিবাদ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিতে আজ বুধবার রাজশাহীতে শিক্ষার্থীরা দেড় ঘণ্টা রেলপথ অবরোধ করেন। সকাল ১১টা ২৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনবাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেন তারা।
ইউএনও কার্যালয়ে জামায়াত নেতাদের মারধর: পাবনায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ
পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জামায়াত নেতাদের মারধরের ঘটনায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী। আজ বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ।
নারী আইনজীবীর কাছে চাঁদা দাবির অভিযোগে এসআইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
রিমান্ডে এনে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নারী আইনজীবীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার ১১ মাস পর গতকাল মঙ্গলবার রাজবাড়ীর আদালতে মামলাটি করেন ভুক্তভোগী মুক্তা পারভীন।
চুয়াডাঙ্গায় বাস তল্লাশিতে ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার
ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮টি সোনার বার, নগদ ১০ হাজার ১৯০ টাকা, দুটি মুঠোফোনসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।
গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি
দেশে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়নের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে, তা সংসদ নির্বাচনসহ একসঙ্গে আয়োজন করা যেতে পারে বলে মনে করছে দলটি। আজ মঙ্গলবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি সামনে আনেন।
সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব জব্দ
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে উল্লেখ করা হয়েছে।