রবিবার ৯ মার্চ ২০২৫| ২৪ ফাল্গুন ১৪৩‌১

তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক সতীশ রায় (৪২) কে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শালবাহান ইউনিয়নের ৪৩৬ নম্বর মূল সীমান্ত পিলারের ২ নম্বর সাব পিলারের কাছ থেকে প্রায় ৩০০ গজ দূরে মাঝিপাড়া-টয়াগছ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে বিজিবি।

রমজানে ভাড়ায় ছাড় দিচ্ছেন কুড়িগ্রামের অটোরিকশাচালক সাইদুল

পবিত্র রমজান মাস উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ১০ টাকা কম নিচ্ছেন কুড়িগ্রামের অটোরিকশাচালক সাইদুল ইসলাম। রোজার মাসে তাঁর এই মানবিক উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা নাহিদ বহিষ্কৃত

চাঁদা দাবির অভিযোগে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সংগঠনটির রংপুর মহানগর কমিটির পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কাদায় আটকে পড়া হাতির চিকিৎসা চলছে টানা দুই দিন

চট্টগ্রামের বাঁশখালীতে দলছুট হয়ে কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে উদ্ধার করেছে বন বিভাগ। গ্রামবাসীদের সহযোগিতায় টানা ১০ ঘণ্টার প্রচেষ্টায় হাতিটিকে মুক্ত করা হয়। বর্তমানে টানা দুই দিন ধরে চিকিৎসা প্রদান করে হাতিটিকে সুস্থ করার চেষ্টা করছেন পশু চিকিৎসকরা। ঘটনাটি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকায় ঘটে।

টাঙ্গাইলে সাবেক এমপির বাড়িতে ‘পাগলের আশ্রম’ চালু

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল করে সেখানে ‘পাগলের আশ্রম’ চালু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক তরুণী সংগঠক। শনিবার দুপুরে প্রায় ২৫ জন মানসিক প্রতিবন্ধী ছিন্নমূল মানুষের আশ্রয়ের জন্য তিনি এই আশ্রম চালু করেন।

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১৫ সদস্য গ্রেপ্তার

উগ্রবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১৫ জন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ১১:৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *