দুই মাস ধরে আটকে সাত হাজার টিসিবি স্মার্ট কার্ড, পণ্য যাচ্ছে ‘নেতাদের চিঠিতে’
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর প্রায় সাত হাজার স্মার্ট কার্ড দুই মাস ধরে বিতরণ ছাড়াই আটকে রাখা হয়েছে। কার্ড হাতে না পাওয়ায় অনেক ভোক্তা টিসিবির পণ্য কিনতে পারছেন না। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের ‘সুপারিশের’ কারণে এসব কার্ড ইস্যু হলেও বিতরণ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট নেতাদের দাবি, আগের তালিকায় আওয়ামী লীগের সমর্থকদের আধিক্য থাকায় নতুন তালিকা তৈরির প্রস্তাব দিয়েছেন তাঁরা।
সায়মা ওয়াজেদের নিয়োগ নিয়ে গুতেরেসকে অবহিত, বললেন উমামা
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদের (পুতুল) নিয়োগ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের তরুণেরা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের দাবিও তাঁরা তুলেছেন।
খাবারে অচেতনকারী মিশিয়ে লুটপাট, পালাতে গিয়ে গণপিটুনি
মাদারীপুরের সদর উপজেলার পশ্চিম রঘুরামপুর গ্রামে খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও অর্থ লুট করে পালানোর সময় দুই ব্যক্তি স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন। ঘটনা ঘটে রোববার ভোরে।
রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত
রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের তৈ মেদুং পাহাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নির্মল খীসা (৩২) নামের একজন যুবক নিহত হয়েছেন। তিনি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সক্রিয় কর্মী ছিলেন। নির্মলের বাড়ি নানিয়ারচর উপজেলার তৈ-চাকমা গ্রামে।
সরিষাবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসা ঘেরাও
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১২ ও ১৩ বছর বয়সী দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় লোকজন মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ করে।
রাজনৈতিক ঐক্যমতের ওপর সংস্কারে জোর দিলেন গুতেরেস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত হয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দেশে গণতান্ত্রিক উত্তরণে তাঁর সংস্থার সহায়তা থাকবে, তবে এই দায়িত্ব দেশের রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। তিনি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
অপপ্রচার রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মানে শনিবার সন্ধ্যায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আপনার সহযোগিতা চাই, বিশেষত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে, যা আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি কর্মী
যশোরের চৌগাছা উপজেলায় শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে বিএনপি কর্মী আজগর আলী (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটার দিকে সৈয়দপুর গ্রামে।
সাতক্ষীরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয়সহ তিন নারী আটক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শৈলখালী সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে কোস্টগার্ড ও পুলিশ এক ভারতীয় নারীসহ তিন নারীকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় কচুখালী-হুগলডাঙ্গা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
নিষিদ্ধ তালিকায় থাকা জাহাজ চট্টগ্রামের উপকূলে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম উপকূলে ভিড়েছে। এটি ভাঙার জন্য শিপ ব্রেকিং ইয়ার্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং শিল্প মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন করা হয়েছে।
গাবতলীতে চাঁদা না দেওয়ায় বাস আটক
রাজধানীর গাবতলী এলাকায় শনিবার বিকেলে এক পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় বিএনপির স্থানীয় এক নেতার নেতৃত্বে কিছু ব্যক্তি একটি বাস আটকে রাখেন বলে ব্যবসায়ীর অভিযোগ।