শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগ নেতা
বর্তমানে দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে দলটি নতুনভাবে রাজনৈতিক ময়দানে নামবে কি না। জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেন, “এই প্রসঙ্গে আমি কিছু জানি না। কে বলেছে, বা কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমি অবগত নই। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন বহুবার এবং এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বেই দল কাজ করে চলেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনিই নেতৃত্ব দেবেন, অন্য কেউ নয়।”
সেনাসদরের প্রতিক্রিয়া: হাসনাতের অভিযোগ ‘উদ্ভট ও অপরিণত কল্পনা’
জাতীয় নাগরিক পার্টির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন, সেনানিবাস থেকে আওয়ামী লীগের ‘পুনর্গঠিত’ একটি অংশকে রাজনৈতিকভাবে পুনর্বাসন দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় সেনাবাহিনী সদর দপ্তর একে ‘অবাস্তব ও অপরিণত কল্পনার গল্প’ হিসেবে আখ্যায়িত করেছে।
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র আন্দোলন, বিক্ষোভের তৃতীয় দিন
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গোয়েন্দা প্রধান রোনেন বারকে অপসারণ এবং গাজায় সামরিক অভিযান শুরুর প্রতিবাদে তেল আবিবে টানা তৃতীয় দিন বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ৭ অক্টোবর ২০২৩ সালের হামাসের আক্রমণের পূর্বে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ এনে রোনেন বারকে সরানোর সিদ্ধান্ত নেয় নেতানিয়াহুর সরকার।
ভারতের পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার: বাংলাদেশের লাভ কী?
ভারতের রাজস্ব বিভাগ ঘোষণা দিয়েছে, পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ১ এপ্রিল থেকে প্রত্যাহার করা হবে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন থেকে বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবে, যা বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে ভূমিকা রাখতে পারে।
সিলেটে হত্যাচেষ্টার মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা গ্রেপ্তার
জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলে হামলা এবং হত্যাচেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট শাখার আহ্বায়ক আকতার হোসেনকে আজ ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সিলেটের জালালাবাদ থানার হাউশা এলাকা থেকে আটক করা হয়।
সেনাবাহিনীর প্রসঙ্গে হাসনাতের মন্তব্য নিয়ে দ্বিমত জানালেন সারজিস
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিষয়ে একটি ফেসবুক পোস্ট দেন। ওই পোস্টে কিছুটা ভিন্নমত জানিয়ে এনসিপির আরেক সংগঠক সারজিস আলম আজ একটি নতুন পোস্ট দেন। তিনি লিখেছেন, “১১ মার্চ সেনানিবাসে আমাদের কেউ ডাকে নি।”
গাজীপুরে শ্রমিকদের ওপর যুবদল নেতার হামলা, আহত অন্তত ১০
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ চলাকালে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে ভান্নারা বটতলায় এ ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে আকবর আলী (৫৫) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রাত ১১টার দিকে চারমাথা মোড়ে এ হামলা হয়।
খুলনায় ব্যবসায়ী অপহরণের অভিযোগে যুবদল–নাগরিক কমিটির ৫ নেতা আটক
খুলনায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় যুবদল ও জাতীয় নাগরিক কমিটির নেতাসহ পাঁচজনকে গতকাল রাতে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
টাঙ্গাইলে গরু ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাই
টাঙ্গাইলের মির্জাপুরে তিন গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায়, যখন অপরাধীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে টাকাগুলো নিয়ে যায়।
পিরোজপুরে চাঁদাবাজির মামলায় সাবেক নাগরিক কমিটির নেতা গ্রেপ্তার
পিরোজপুরে চাঁদাবাজি, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক মুসাব্বির মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুর ২টার দিকে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ায় চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক নেতাসহ ১৩ জন অভিযুক্ত
বগুড়ার ধুনটে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও ব্যবসায়ী শরিফুল ইসলাম।