বোধবার ২৬ মার্চ| ১২ চৈত্র ১৪৩১

চীন সফরে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।


স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।


সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক।


ইন্ডিয়া টুডের ভুয়া প্রতিবেদন নিয়ে সেনাবাহিনীর কড়া প্রতিবাদ

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আবারও একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে বলে অভিযোগ করে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।


বিমসটেকের নেতৃত্ব পাচ্ছে বাংলাদেশ

আগামী দুই বছরের জন্য বহুমুখী উপকূলীয় উদ্যোগ বিমসটেক-এর সভাপতিত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানান, আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিতব্য ষষ্ঠ সম্মেলনে এ ঘোষণা আসবে।


ভাসমান নৌকা থেকে ২২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজার উপকূলে ১১ দিন ধরে ভাসমান অবস্থায় থাকা ‘এফবি রাইসা-১’ নামের একটি বিকল মাছধরা নৌকা থেকে ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


থানায় হামলা ও পাল্টাপাল্টি অবস্থান: মুরাদনগরে উত্তেজনা

কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল নেতা আবুল কালামকে আটকের পর যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে বৈছাআ এবং বিএনপির নেতাকর্মীরা থানার সামনে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছেন।


রেমিট্যান্সে সর্বোচ্চ আয়, ২৪ দিনেই এসেছে ২৭৫ কোটি ডলার

চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫ কোটি মার্কিন ডলার, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।


ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক পাবে সর্বোচ্চ দুই লাখ টাকা

‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হলে গ্রাহক তার জমাকৃত অর্থের মধ্যে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন—যেটি আমানতের সুরক্ষায় সরকারের নতুন উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *