তারেক রহমানের খোঁজ: জুলাইয়ের ছাত্র আন্দোলনে আহত ইমরান এখনো চিকিৎসাধীন
গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় আহত ছাত্রদল নেতা মো. ইমরানের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ আট মাস ধরে ইমরান রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন।
দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের সাজা, মায়ের অব্যাহতি
আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) কে পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পরিবর্তে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ ১৪টি স্থানের নাম পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এখন থেকে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ নামে পরিচিত হবে।
স্বাধীনতা দিবসে ড. ইউনূস ও জনগণকে ট্রাম্পের অভিনন্দন
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের জনগণকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ
বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন ডেপুটি কমান্ডিং জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি গত ২৪ ও ২৫ মার্চ (সোম ও মঙ্গলবার) বাংলাদেশ সফর করেন এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে আলোচনা করেন।
ভুয়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি ফিরিয়ে দিতে ১২ জনের আবেদন
মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন এমন অন্তত ১২ জন ব্যক্তি সেই সনদ স্বেচ্ছায় ফিরিয়ে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে।