জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বর-জুনে প্রস্তুতি ত্বরান্বিত করার আহ্বান ইউনূসের
জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বিকেলে তাঁর সরকারি বাসভবন যমুনায় কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন।
বিনিয়োগে ভাটা: বেসরকারি খাতে ঋণ দিচ্ছে না ব্যাংক
দেশে প্রতিদিনই বেসরকারি বিনিয়োগে ধস নেমেছে। এমনকি গত আট মাসে কিছু ব্যাংক বেসরকারি খাতে এক টাকাও ঋণ দেয়নি। যেসব ব্যাংক আর্থিক সংকটে নেই, তারাও বিনিয়োগে অনাগ্রহী। শিল্পখাতে ঋণপ্রবাহ হ্রাসের পাশাপাশি ব্যবসায়ীরা এখনো প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না। নতুন কোনো কর্মসংস্থান হয়নি গত আট মাসে। আর গত তিন মাসেই বন্ধ হয়ে গেছে প্রায় আড়াইশোটি গার্মেন্টস কারখানা। অন্যান্য খাতেও এলসি খুলতে না পারা ও ডলার ঘাটতির কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে।
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশে প্রভাব পড়বে না: মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ফলে বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি বলেন, আগে ভারত হয়ে তৃতীয় দেশে আমাদের পণ্য যেত। এখন যেহেতু বাংলাদেশে নিজস্ব এয়ারপোর্ট নির্মাণ হচ্ছে, সে সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি অগোছালো ও অসম: মন্তব্য ফাহমিদার
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বর্তমান বিশ্বে এক ধরনের শুল্কঝড় বইছে। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক নিয়ম মানেনি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার পাল্টাপাল্টি শুল্ক আরোপ এখন একপ্রকার বাণিজ্যযুদ্ধে রূপ নিচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশও এর প্রভাবমুক্ত নয়। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ কর আরোপের প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। তবে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কনীতি আমাদের জন্য একটি সতর্কবার্তা।
ভুটান-নেপালের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীন: আমদানি বেশি, রপ্তানি কম
ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে ঘাটতি রয়ে গেছে। এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি তুলনামূলকভাবে বেশি হলেও রপ্তানি অনেক কম। যদিও ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি রয়েছে, তারপরও সামগ্রিক বিশ্ব বাণিজ্যের পরিপ্রেক্ষিতে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এখনও সীমিত পর্যায়ে রয়ে গেছে।