সোমবার ২৮ এপ্রিল | ১৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে হামলার প্রস্তুতিতে ভারত: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যে এই উত্তপ্ত পরিস্থিতি দ্রুতই সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ শান্তি বজায় রাখতে এবং সংকট নিরসনে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে।


কুমিল্লায় সাবেক এমপি বাহারের ‘দাপুটে সাম্রাজ্য’ ধসে পড়ছে

কুমিল্লার রাজনীতির এক সময়ের প্রভাবশালী ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। রাজনৈতিক পালাবদলের পর আদালতের নির্দেশে তাঁর নামে থাকা বাড়ি-জমি, ব্যাংক হিসাব এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো জব্দ করা হচ্ছে। একসময় যাঁর নিয়ন্ত্রণে ছিল গোটা কুমিল্লা রাজনীতি, আজ তিনি হারাচ্ছেন একের পর এক সম্পদ ও প্রভাব।


ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ইশরাক, গেজেট প্রকাশ

আদালতের রায়ের ভিত্তিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করেছে। গতকাল রাতে সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়, যা ইশরাকের মেয়র পদে দায়িত্বগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।


ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সদস্যের অংশগ্রহণের হার ৪৩ শতাংশ হওয়াকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রত্যেক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *