বৃহস্পতিবার ১ মে | ১৮ বৈশাখ ১৪৩২

বগুড়ায় এনসিপি সমাবেশে বৈষম্যবিরোধী দুই পক্ষের সংঘর্ষ
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা এক সমাবেশে ছাত্র আন্দোলনের দুইটি পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহীদ টিটু মিলনায়তনের সামনে ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি’ নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে উত্তেজনা চরমে পৌঁছায় এবং পরপর কয়েকবার হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।


কারাগার থেকে ইমরান খানের দৃঢ় বার্তা: যুদ্ধ উসকানির নিন্দা
ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থার প্রেক্ষিতে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মুখ খুলেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী মনোভাবের সমালোচনা করে বলেন, এই হুমকি পাকিস্তানের জনগণকে ঐক্যের পথে এগিয়ে দিয়েছে। একই সঙ্গে ইমরান খান মোদির ‘যুদ্ধ প্ররোচনা’র কঠোর সমালোচনা করেন।


নির্বাচনি জোটে যেতে আগ্রহ নেই এনসিপির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনি জোট গঠনের আলোচনায় যুক্ত হতে অনাগ্রহ প্রকাশ করেছে। রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম একথা জানান।


বাংলাদেশ ও মিয়ানমার সম্মত হলে জাতিসংঘ খুলবে সহায়তা করিডর
জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, রাখাইন রাজ্যে খাদ্যসহায়তা পাঠাতে করিডর চালুর বিষয়টি বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতির ওপর নির্ভর করছে। এ দুদেশ একমত না হলে জাতিসংঘ নিজ থেকে কোনো ব্যবস্থা নিতে পারবে না। ঢাকায় জাতিসংঘ কার্যালয়ের বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


শক্তিশালী বিমানবাহিনী গঠনে যুদ্ধপ্রস্তুতির গুরুত্বের কথা বললেন ইউনূস
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি আধুনিক ও প্রস্তুত বিমানবাহিনী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর বীরউত্তম এ কে খন্দকার ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীর মহড়া পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭.৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৭.৪১ বিলিয়ন ডলার। ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গতকাল এ তথ্য জানান।


গ্যাস খাতের সব বকেয়া পরিশোধ করলো পেট্রোবাংলা
বিল পরিশোধে দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠলো পেট্রোবাংলা। ডলার ঘাটতির কারণে সরবরাহকারীদের বিল পরিশোধে সমস্যা হচ্ছিল এবং এলএনজি আমদানি ব্যয়ও বেড়ে গিয়েছিল। তবে এখন গ্যাস খাতের সব বকেয়া বিল পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *