দেশে ফিরে গণঅভ্যর্থনায় সিক্ত খালেদা জিয়া
চার মাস যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন। গতকাল দুপুর ১টা ২৫ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় তিনি অভিষিক্ত হন।
তরুণদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান ইউনূসের
অর্থবহ সমাজ গঠনে তরুণদের রাজনীতিতে আরও বৃহৎ পরিসরে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের রাজনৈতিক দলগুলোর তরুণ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তিনি বলেন, নীতিনির্ধারণের ক্ষেত্রে তরুণদের দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করতে রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের টেলিফোন আলাপ
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের টেলিফোনে কথা হয়েছে। তবে আলোচনায় কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের কোনো ভূমিকা বা মতামতের বিষয়ে পাকিস্তান পক্ষ কোনো অনুরোধ জানায়নি বলে জানান তৌহিদ হোসেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ নামে নতুন জোট আত্মপ্রকাশ
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করলো ৩৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘জুলাই ঐক্য’। সংগঠনের অন্যতম উদ্যোক্তা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লিখিত বক্তব্য পাঠ করে জোটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের নির্দেশ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাই কোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারক মো. রেজাউল হক। রাষ্ট্রদ্রোহসহ চার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে।
নওগাঁর নাকফজলি আম পেল ভৌগোলিক পরিচিতির স্বীকৃতি
বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর নওগাঁর বদলগাছীর নাকফজলি আম এখন থেকে জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃত। এ অর্জনে খুশি আম চাষিরা ও এলাকাবাসী মনে করছেন, আন্তর্জাতিক বাজারে বদলগাছীর আমের পরিচিতি ও চাহিদা আরও বাড়বে।