কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক আহত, জবি বন্ধ ঘোষণা
তিন দফা দাবিতে রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চ শান্তিপূর্ণভাবে শুরু হলেও কাকরাইল এলাকায় এসে তা সহিংসতায় রূপ নেয়। পুলিশের লাঠিচার্জে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়, এতে আহত হন শতাধিক শিক্ষার্থী। উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শিক্ষামন্ত্রী মাহফুজ আনোয়ার জানিয়েছেন, সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া হবে।
ডলারের দামে আসছে বড় পরিবর্তন: বাজার নির্ধারণ করবে বিনিময় হার
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছেন, এখন থেকে ডলারের বিনিময় হার বাজার নির্ধারণ করবে। তিনি বলেন, “এখন সময় হয়েছে বাজারের ওপর ভিত্তি করেই ডলার রেট ঠিক করার। তাতে খুব বেশি পার্থক্য না-ও হতে পারে বর্তমান দরের সঙ্গে।” বাংলাদেশ ব্যাংকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম রিমান্ডে, বংশাল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
রাজধানীর বংশাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান গতকাল শুনানি শেষে এ আদেশ দেন।
সেনা কর্নেলকে নিয়ে কটূক্তি: বিপাকে বিজেপি মন্ত্রী, চুপ মোদি
‘অপারেশন সিঁদুর’ চলাকালে নিয়মিত ব্রিফিং দেওয়া ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে সশস্ত্র গোষ্ঠীর ‘বোন’ বলে কটাক্ষ করেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। বিষয়টি আদালতের নজরে এলে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতিরা স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদ: আইএইএ’র ঘোষণা
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, পাকিস্তানের সব পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ নিরাপদ। ভারতের সাম্প্রতিক আক্রমণের পর কোনো রেডিয়েশন ছড়ায়নি, যা ভারতীয় মিথ্যাচারকে স্পষ্টভাবে উন্মোচিত করেছে। সংস্থাটি আরও জানায়, ভারত প্রোপাগান্ডার মাধ্যমে নিজের ক্ষতি আড়াল করার চেষ্টা করেছে।
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, “তেহরান কিছু শর্ত মেনে নিয়েছে। আমরা দীর্ঘমেয়াদি শান্তির জন্য গঠনমূলক আলোচনা করছি।” ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের সময় উপসাগরীয় অঞ্চলে অবস্থানকালে এ কথা বলেন। (সূত্র: রয়টার্স)