আরেক দফা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা জামায়াতের
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনাকীর্ণ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, দেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই শুরু হবে। তিনি আরও বলেছেন, যদি তাঁর দল সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে কী কী করবে, সেই কর্মসূচিও ঘোষণা করেছেন।
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভেঙে দিলেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা চলাকালে ট্রাকের ওপর তৈরি করা মঞ্চ ভেঙে দেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে যারা নিহত হয়েছেন, প্রয়োজনে তাঁদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গোপালগঞ্জে কারফিউর মেয়াদ পুনরায় বাড়ানো হলো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ধারাবাহিক হামলা ও সংঘর্ষের পর জেলাজুড়ে জারি করা কারফিউর মেয়াদ আবার বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাত আটটা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।
দেশে আর কোনো গডফাদার তৈরি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
কক্সবাজারে ‘জুলাই পদযাত্রা’য় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘গত ফ্যাসিস্ট শাসনের সময় কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। নারায়ণগঞ্জের মতো কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনার আমলে বাংলাদেশজুড়ে গডফাদারতন্ত্র ছড়িয়ে পড়েছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। এখন আর নতুন কোনো গডফাদার তৈরি হতে দেব না। গডফাদারতন্ত্র, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র ও স্বৈরতন্ত্র—এই সবকিছুকেই বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে।’’
জামায়াতের জাতীয় সমাবেশে বিপুল জনসমাগম, শুরু হয়েছে মূল পর্ব
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল পর্ব বেলা দুইটার দিকে শুরু হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন।
কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াত নেতাকে সাময়িক বহিষ্কার
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে জামায়াতের নেতা আনিছুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে জামায়াতের রাজীবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. আজিজুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।