জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিযোগ: ‘শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী তৈরি করছে বিশ্ববিদ্যালয়’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্প খাতের মধ্যে কোনো ধরনের সংযোগ নেই বলে মন্তব্য করেছেন উপাচার্য এ এস এম আমানুল্লাহ। তাঁর ভাষায়, “এই বিশ্ববিদ্যালয় আসলে শিক্ষার্থী নয়, শুধু পরীক্ষার্থী তৈরি করছে।” তিনি অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেন, সম্প্রতি ঢাকার এক কলেজে পরিদর্শনে গিয়ে দেখা গেছে, পরীক্ষার হলে বসে শিক্ষার্থীরা এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে, আর সেই সময় প্রিন্সিপাল নির্বিকারভাবে বসে চা খাচ্ছেন।
নিউমার্কেটে সেনা অভিযানে ১,১০০ ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৯
রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে শনিবার সেনাবাহিনীর অভিযানে প্রায় ১,১০০টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। অস্ত্র বিক্রি ও সরবরাহে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ‘ডেয়ারিং টাইগার্স’-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের আলোচনার আশ্বাসে তারা বিক্ষোভ স্থল ত্যাগ করেন।
Is this helpful so far?
Ask ChatGPT