ফুল দিতে আসা এক নারীকে ফিরিয়ে দিল পুলিশ, অপরজনকে নিয়ে গেল জিজ্ঞাসাবাদে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা এক নারীকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আরেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সেখানে ফুল দিতে গিয়ে ওই নারীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। রাজধানীর এক এলাকার বাসিন্দা তিনি নিজেকে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেন।
যুক্তরাষ্ট্রের বাড়তি পোশাক অর্ডার পাচ্ছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র সরকারের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর জন্য নতুন করে অর্ডার বাড়ানোর বিষয়ে দর–কষাকষি শুরু করেছে বহু মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। ভারত ও চীনে শুল্ক বেড়ে যাওয়ায় সেসব দেশ থেকে অর্ডার সরিয়ে আনতে চায় তারা। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকেরা বাংলাদেশের শীর্ষ পোশাক রপ্তানিকারকদের সঙ্গে কাজ করতে আগ্রহী। পাশাপাশি, চীনা বিনিয়োগকারীরাও বাংলাদেশে পোশাক কারখানা স্থাপনে উৎসাহ দেখাচ্ছেন। গত দুই সপ্তাহে দুটি চীনা প্রতিষ্ঠান ইতিমধ্যেই বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছে।
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার ফিরবে পুরোনো সংকট
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশে অতীতের সমস্যাগুলো আবার ফিরে আসবে। তিনি এই মন্তব্য করেন গত বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে, সিঙ্গাপুরভিত্তিক টেলিভিশন চ্যানেল চ্যানেল নিউজ এশিয়া (CNA)–কে দেওয়া এক সাক্ষাৎকারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন সাত সরকারি কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছে। এসব কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভিন্ন খবরের কাগজের লিঙ্ক
প্রথম আলো | দৈনিক ইত্তেফাক | মানবজিবন | ডেইলি স্টার । আমার দেশ