বুধবার ২০ আগাস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২

সিলেটে বালু লুটের মহোৎসব

শ্রীপুর, রাংপানি, জাফলংসহ সিলেটের বিভিন্ন নদ-নদী ও পর্যটন এলাকায় চলছে নির্বিচার বালু তোলা। সংরক্ষিত বাংকার অঞ্চল পর্যন্ত এই লুটপাটের বিস্তার ঘটেছে। পাথর উত্তোলনের মতোই বালু লুটের কারণে একসময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এসব স্থানের রূপ ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে।

ফরহাদ মজহার: ‘রাষ্ট্র নেই, কেবল রাজনৈতিক গোষ্ঠী’

কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার মন্তব্য করেছেন, আগস্টের পর থেকে কার্যত মার্কিন দূতাবাস থেকেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তাঁর ভাষায়, “আপনারা এখন আরেকটি প্যালেস্টাইনের মতো অবস্থার মধ্যে আছেন। আপনাদের নিরাপত্তা বিক্রি করে দেওয়া হয়েছে। যেমনটা আপনারা বুঝতে পারেননি, ৫ আগস্টের পর ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল শেখ হাসিনার হাতেই। আজকে যে বনানীতে চলছে, সেটাই আসলে মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণাধীন। এজন্য করিডরসহ নানা ইস্যুতে বিতর্ক হচ্ছে। তাই নতুন করে চিন্তা করার সময় এসেছে।”

৬২ হাজার কোটি টাকার মহাসড়ক প্রকল্প

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেন থেকে এক লাফে ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। বিশাল এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ হাজার কোটি টাকা। এ বিপুল অর্থের জোগান দিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং আন্তর্জাতিক সংস্থার তহবিল ব্যবহারের কথা ভাবা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

গত ছয় মাসে ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ বিভিন্ন দেশের ছয় হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। অভিযোগ করা হয়েছে, ছাত্র ভিসায় গিয়ে তারা এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক। এমনকি কারও কারও বিরুদ্ধে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনের জন্য অর্থ সংগ্রহের অভিযোগও তোলা হয়েছে।

বিভিন্ন খবরের কাগজের লিঙ্ক

প্রথম আলো | দৈনিক ইত্তেফাক | মানবজিবন | ডেইলি স্টারআমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *