দলের অবস্থানের বাইরে গেলে দায় নেবে না বিএনপি: এমরান
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বলেছেন, ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বার্তাটি হলো—যে নেতা যত বড়ই হোন না কেন, দলের নীতি ও অবস্থানের বাইরে গিয়ে দেওয়া কোনো ব্যক্তিগত বক্তব্যের দায়ভার দল বহন করবে না।
৩৩ বছর পর জাকসু নির্বাচন, হলগুলোতে প্রার্থী সংকট
দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে হল সংসদ নির্বাচনও হবে। তবে জনবল ঘাটতি, প্রার্থীর স্বল্পতা এবং হল-রাজনীতির প্রতি অনাগ্রহসহ নানা কারণে কোনো সংগঠনই সব হলে সব পদে প্রার্থী দিতে সক্ষম হয়নি।
চীনের ১২টি জে-১০সি যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ
বাংলাদেশ বিমানবাহিনীকে শক্তিশালী করতে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত মার্চে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের সময় এ বিষয়টি উত্থাপন করেছিলেন।
ঢাকার সব বাস একক ব্যবস্থার আওতায় আসছে
রাজধানী ঢাকায় চলাচলকারী সব বাস শিগগিরই একক ব্যবস্থার আওতায় পরিচালিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে দেওয়া এক পোস্টে জানানো হয়, নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে সব বাস কোম্পানিকে। এই উদ্যোগের ফলে রুটে শৃঙ্খলা ফিরবে, বাস সার্ভিস হবে আরও সুশৃঙ্খল, কমবে যানজট ও ভাড়ায় প্রতারণা। একই সঙ্গে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহনব্যবস্থা আরও কার্যকর হবে।
বিভিন্ন খবরের কাগজের লিঙ্ক
প্রথম আলো | দৈনিক ইত্তেফাক | মানবজিবন | ডেইলি স্টার । আমার দেশ