বৃহস্পতিবার ২৮ আগাস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২

রোডম্যাপ ঘোষণায় ভোটসূচি: রোজার আগে নির্বাচন, তফসিল ৬০ দিন আগে

নির্বাচন কমিশনের প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে। সে হিসেবে আগামী সেপ্টেম্বরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার পরিকল্পনা আছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষিত হবে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, আর তফসিল চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে প্রকাশ করা হবে।

মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর’ বললেন ট্রাম্প

ভারত–পাকিস্তানের উত্তেজনা নাকি এক পর্যায়ে তাঁর ফোনকলেই থেমে গিয়েছিল—এ দাবি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি “অত্যন্ত ভয়ংকর ব্যক্তি” হিসেবে উল্লেখ করেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের শুল্কে ভারতের গার্মেন্টস ও হীরাশিল্পে ধস

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর দেশটির গার্মেন্টস ও হীরাশিল্পের উৎপাদন তীব্রভাবে কমে গেছে। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (FIEO)–এর সভাপতি এস. সি. রলহান জানান, তামিলনাড়ুর তিরুপুর, উত্তর প্রদেশের নয়ডা এবং গুজরাটের সুরাত—এই তিন শিল্পকেন্দ্রের পোশাক কারখানাগুলো প্রায় থমকে দাঁড়িয়েছে।

ভারতের বাঁধ খুলে দেওয়ায় পাকিস্তানের পাঞ্জাবে মারাত্মক বন্যা

অতিবর্ষণ ও ভারতের বাঁধের গেট খুলে দেওয়ার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রাদেশিক সরকার লাহোর, শিয়ালকোটসহ কয়েকটি জেলায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে। সরকারি সংস্থাগুলোর কর্মীদের লাহোরের রবি নদীতে বন্যা মোকাবিলা ও উদ্ধার মহড়ায় অংশ নিতে দেখা গেছে।

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ১০

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এসব ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিভিন্ন খবরের কাগজের লিঙ্ক

প্রথম আলো | দৈনিক ইত্তেফাক | মানবজিবন | ডেইলি স্টারআমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *