গাজামুখী নৌবহরে ইসরায়েলি হামলা, আটক বহু অধিকারকর্মী
ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে। প্রায় সব নৌযানের অধিকারকর্মীদের আটক করেছে সেনারা। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ। বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। একইসাথে বহু দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানে অভিযানে নিহত বাংলাদেশি তরুণ
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাক জেলায় গত শুক্রবার রাতে সেনা অভিযানে নিহত হন তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এর ১৭ জন সদস্য। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের তরুণ ফয়সাল হোসেন। নিহতের বড় ভাই আরমান মোড়ল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
খাগড়াছড়িতে গুলিতে নিহত ৩, গুইমারায় উত্তেজনা
খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়লে সহিংসতা শুরু হয়। এ সময় গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। জেলার গুইমারা উপজেলায় ঘটে যাওয়া এ ঘটনায় ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিএনপি-জামায়াত প্রশাসন ভাগাভাগি করে নিয়েছিল: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা জানান, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরের আগে প্রশাসনে বিএনপি ও জামায়াত তাদের সমর্থকদের বসিয়ে দিয়েছিল। তাঁর ভাষায়, “ভিসি নিয়োগে ১০ জন বিএনপি, ৩ জন জামায়াত—অ্যাডমিন নিয়ে কাড়াকাড়ি চলত। দুই-তিন বছর লাগবে সংস্কার করতে, কিন্তু মাত্র চার মাসেই তারা নিজেদের লোক বসিয়ে ফেলে। ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়।”
কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটারের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চারজন ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে তিনজনই প্রাণ হারিয়েছেন।
- ২৩ সেপ্টেম্বর মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ
- ২৪ সেপ্টেম্বর মারা যান ফায়ার ফাইটার নুরুল হুদা
- সর্বশেষ শহীদ হয়েছেন ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাঈম
বিদেশে দালালচক্রের হাতে নির্যাতিত বাংলাদেশিরা
বিদেশে যাওয়ার স্বপ্নে দালালদের খপ্পরে পড়ে লিবিয়ায় অসংখ্য বাংলাদেশি ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁদের দিনের পর দিন শিকলবন্দি রাখা হয়, লোহার রড দিয়ে পেটানো হয়, খাবারও দেওয়া হয় না। এরপর নির্যাতনের ভিডিও পরিবারে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এতে বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।