৩১-১২-২০২৪

বাহুবলে নির্মাণাধীন কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের নির্মাণাধীন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। [ডেইলি স্টার]

মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন। আজ মঙ্গলবার ভোর থেকে তাঁরা শহীদ মিনারের দিকে যাওয়া শুরু করেন।[প্রথম আলো]

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত ৩ ডিসেম্বর আকস্মিকভাবে সামরিক আইন জারির পর কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত হওয়ার পর তার বিরুদ্ধে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই পদক্ষেপ নেয়া হলো।[নয়া দিগন্ত]

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন

মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের চিঠিতে জানিয়েছে যে, চীন-ভিত্তিক এই হ্যাকার তৃতীয় পক্ষের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের মূল চাবি ব্যবহার করে নিরাপত্তা সিস্টেমে প্রবেশ করেছে। কর্মকর্তারা জানান, বেয়ন্ডট্রাস্ট নামের এই তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান এখন বন্ধ করে দেয়া হয়েছে। তারা আরো জানান, হ্যাকার অর্থ মন্ত্রণালয়ের নথিগুলোতে এখনো প্রবেশ করতে পারছেন বলে কোনো প্রমাণ নেই।[বনিক বার্তা]

মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। [সমকাল]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *