টিউলিপকে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী
লন্ডনের কিংস ক্রস এলাকায় বৃটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ব্যয়বহুল ফ্ল্যাট দিয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। তার নাম আবদুল মোতালিফ। তিনি একজন আবাসন ব্যবসায়ী। লন্ডনে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত।
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি
গাজীপুর নগরের জিরানী এলাকার একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল থেকে আইরিশ ফ্যাশন লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলা
রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তাঁর অভিযোগ, ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁর ওপর ‘অতর্কিত আক্রমণ’ চালিয়েছেন। এ অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
১০ জানুয়ারি সারা দেশে বিক্ষোভের ডাক জোবায়েরপন্থীদের
তাবলিগ জামাতের সাদপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শুরা–ই–নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। এসব দাবি মানা না হলে ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।